এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে উপজেলা পরিষদের ১৬ দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের বেতন বিলে ইউএনও স্বাক্ষর এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ এর সিলেকশন বেতন বাতিলের প্রতিবাদে এক বিশাল মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ২৬ ক্যাডার, নন ক্যাডার ও পাংশনাল সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারীরা।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান রাস্তায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সির্ভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা কৃষি কর্মকর্তা শাহ আলম প্রমুখ্য।
মানব বন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।