চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে কালেজ ছাত্রী বোনকে মোবাইল ফোনে উত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজ ছাত্র ভাইকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। গতকাল দুপুর ১২টায় উপজেলার পারকুল চা বাগানের তেলিমারা লেনে এ ঘটনা ঘটে।
আহত কলেজ ছাত্রকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়। আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাণীগাঁও ইউনিয়নের পারকুল চা বাগানের তেলিমারা লেনের বসন্ত শুক্লবৈদ্যর পুত্র সুজন শুক্লবৈদ্য ও তার বোন যশোদা শুক্লবৈদ্য (১৬) রাণীগাঁও স্কুল এন্ড কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্র।
এই সুবাদে বাগানের একই এলাকার বখাটে যুবক বিজয় বৈদ্যর পুত্র বিকাশ বৈদ্য প্রায়ই সুজনের বোন যশোদাকে মোবাইল ফোনে প্রেম নিবেদন করে উত্যক্ত করে আসছিল। এরই জের ধরে গতকাল সুজন এর প্রতিবাদ করলে বিকাশ সহ তার সহযোগীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তার সুর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যান।
কলেজ ছাত্রকে পিটিয়ে আহত করেছে বখাটেরা পরে আহত সুজনকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।