বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে উদীচী আয়োজিত শোকসভায় প্রয়াত মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র পান্ডে ওরফে দোলন পান্ডেকে ‘অনন্য মুক্তিযোদ্ধা’ আখ্যায়িত করে তার নামে একটি গুরুত্বপূর্ণ সড়ক ও প্রতিষ্ঠানের নামকরণের দাবী জানানো হয়েছে।
বুধবার বিকালে স্থানীয় শহীদ মিনারে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বানিয়াচং উপজেলা শাখার সহ-সভাপতি ইমদাদুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে প্রয়াত মুক্তিযোদ্ধা রমেশ পান্ডের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল খালেক, জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, জেলা উদীচীর সভাপতি মনিরুল ইসলাম বারেক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তোফানী, মুক্তিযোদ্ধা মনজিল মিয়া, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ আলী, উপজেলা বাসদের সাধারণ সম্পাদক কমরেড এআরসি কাওছার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিপুল ভূষণ রায়, আইডিয়াল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসাইন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জীবন আহমেদ লিটন, সাংবাদিক মোজাম্মিল হোসেন খান, জেলা যুব ইউনিয়নের সদস্য সচিব আব্দুল হাকিম, জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ, উপজেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক প্রদীপ সরকার, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান তারেক, উদীচীর সাংগঠনিক সম্পাদক শেখ সেলিম ও প্রয়াত মুক্তিযোদ্ধা রমেশ পান্ডের ভ্রাতুষ্পুত্র আকাশ পান্ডে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা অনীল দাস, মুক্তিযোদ্ধা অমৃত লাল সূত্রধর, মুক্তিযোদ্ধা আলতাব উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মোছাব্বির, বিএনপি নেতা মুতি মিয়া, জনাব আলী কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদ আহমেদ, সাংবাদিক নজরুল ইসলাম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শেখ তানভীর হোসাইন পলাশ, উদীচী নেতা সামসু মিয়া, আতাউর রহমান মিলন, আঙ্গুর মিয়া, সুমেন্দ্র চন্দ, জাহাঙ্গীর মিয়া, দোলন মিয়া, দীপ্ত দাশ রাজন, নূর মিয়া, মোর্শেদ মিয়া, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বানিয়াচঙ্গ উপজেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক শেখ জুবায়ের জসিম প্রমূখ।