নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেছেন, সড়ক বাতি স্থাপনের ফলে আনমনু গ্রামে ভুতুরে পরিবেশ দূর হলো। তিনি বলেন দীর্ঘদিন পরে হলেও উক্ত বাতি স্থাপন করে তার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।
এ সময় পৌর শহরের উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। পৌর মেয়র গতকাল বুধবার সন্ধ্যায় পৌর এলাকার আনমনু গ্রামে সব ক’টি রাস্তায় স্থাপিত সড়ক বাতি সুইচ টিপে উদ্বোধন কালে উক্ত কথা গুলো বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট মুরুব্বী সাবেক কমিশনার আব্দুস ছালাম, আব্দুল হেকিম, নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি ও কাউন্সিলর এটিএম সালাম, সংশ্লিষ্ট ওর্য়াড কাউন্সিলর শাহ রিজভী আহমেদ খালেদ, কাউন্সিলর রুহুল আমীন রফু, সংরক্ষিত কাউন্সিলর ও উপজেলা পরিষদের মহিলা সদস্য জাকিয়া আক্তার লাকী, আব্দুল মন্নাফ, আব্দুল আউয়াল, আব্দুল মুকিদ, লাল মিয়া, রাজা মিয়া, আব্দুল মালিক, শিপন আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল, ছাত্রনেতা এসএম আল আমীন, মোশাহিদ মিয়া, সোহেদ আহমদ, সাইফুর রহমান বাবু, আব্দুল কদ্দুছ, আঙ্গুর মিয়া প্রমূখ।
উল্লেখ্য, প্রায় সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে পৌরসভার ৩নং ওয়ার্ডের আনমনু গ্রামের সব ক’টি সড়কে উক্ত সড়ক বাতি স্থাপন করা হয়েছে।