তোমার তরে আমি
আমি শ্রাবনের আকাশে এক খন্ড অগ্নি,
আমি তাপ ফেরি করি-অনাতাপের দোলে,
খানিকটা কষ্ট বিলিয়ে দেই তোমার আশায়,
তুমি নিমন্ত্রন করবে বলে,
আমি শান্তির বর্ষন ঢেলে দেবো তোমার সুখের,
তোমার নিমন্ত্রনে আমি হয়ে যাবো মাটি, তোমার মতো গড়বে বলে,
আর আমি যদি তোমাকে নিমন্ত্রন করি তাহলে বলবো-
এসো ভালোবাসার হাত ধরে আমার সাথে বাসা বাঁধবো দুজনে তারার ঐ মেলাতে।
লেখক : যোশেফ হাবিব