বিশেষ প্রতিনিধি : মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার রিয়াজনগর গ্রাম থেকে বিপুল পরিমাণ দেশিয় মদ উদ্ধার।গতকাল সোমবার সকাল ৯ ঘটিকায় দেশিয় মদ নিয়ে যাওয়ার সময় রিয়াজনগর গ্রামবাসি ও ইয়ু্যথ সোস্যালের সদস্যদের হাতে ধরা পরে উক্ত ইউনিয়নের বাঘাসুরা গ্রামের মারাজ মিয়া মাস্টারের ছেলে পাবেল মিয়া (৩৫) ।
এই সময় তার সাথে থাকা মদের পরিমান ২ বস্তায় প্রায় ৬০লিটার দেশিয় মদ পাওয়া যায় ।গ্রামবাসি দাওয়া করলে পাবেল রিয়াজনগর গ্রামের মুন্সি বাড়ির মস্তু মিয়ার ছেলে গিয়াস উদ্দিনের বাড়িতে প্রবেশ করে।গিয়াস উদ্দিন বাড়ি থেকে বের হয়ে লোক জনদের গালিগালাজ করে এবং এক বস্তা মদ সহ পাবেল কে পালিয়ে যেতে সহযোগিতা করে।
সাথে সাথে মাধবপুর থানা পুলিশ কে জানালে এস আই মমিনুল হক গঠনা স্তলে এসে সত্যতা যাচাই করে বাকি এক বস্তা দেশিয় মদ থানায় নিয়ে যায়।
উল্লেখ্য, রিয়াজনগর গ্রামের একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় জুয়া, মদ ব্যবসা সবই চলছে দাপটের সাথে। মুখ খুলে কেউ প্রতিবাদও করতে পারছেন না। এলাকার যুবসমাজ মাদক এবং অসামাজিক কাজে জড়িয়ে পড়ায় এলাকাবাসী পড়েছেন বিপাকে।