ডেস্ক : আগামী মাসে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ টুর্নামেন্টে অংশ নেয়াকেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রথম ধাপ বলছেন পাকিস্তানী পেসার মোহাম্মদ আমির। স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষিদ্ধাদেশ কাটিয়ে বর্তমানে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খেলছেন মেধাবী এ পেসার।
আগামী ২২ নবেম্বর শুরু হতে যাওয়া বিপিএলে খেলতে গত সপ্তাহেই চিটাগাং ভাইকিংসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন ২৩ বছর বয়সী আমির। আমির বলেন, ‘আমাকে বেছে নেয়ায় চিটাগাং ভাইকিংসের প্রতি আমি কৃতজ্ঞ এবং বাংলাদেশের ভক্তদের মন জয় করতে দলটির পক্ষে ভাল পারফরমেন্স করতে আমি আমার শতভাগ উজাড় করে দেব। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার পুনর্জীবিত করতে এটাই হবে আমার প্রথম ধাপ।’ পাকিস্তানের ঘরোয়া কায়েদে আজম ট্রফিতে দারুণ ফর্মে আছেন আমির।
টুর্নামেন্টের বাছাই পর্বে সুই সাউদার্ন গ্যাস ফিল্ডের হয়ে মাত্র চার ম্যাচে ৩৪ উইকেট শিকার করেছেন তিনি। আগামী মার্চে ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার লক্ষ্যমাত্রা স্থির করা আমির বলেন, নিজের ফর্মে খুশি তিনি। তিনি বলেন, ‘ঠিক এই মুহূর্তে আমি নিজের পারফরমেন্সে সত্যিকারার্থেই খুশি এবং প্রকৃত অর্থেই এটা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।’ তার অসাধারণ মেধাকে আন্তর্জাতিক ক্রিকেটের ‘হটেস্ট’ উপাধি দেন পাকিস্তানী কিংবদন্তী ইমরান খান।
কিন্তু ম্যাচ ফিক্সিংয়ের কারণে ২০১১ সালে পাঁচ বছরের জন্য থেমে যায় তার ক্যারিয়ার। পাকিস্তান দলের ইংল্যান্ড সফরে ২০১০ সালে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে ইচ্ছাকৃত নো বল করার দায়ে আমির ছাড়াও তৎকালীন অধিনায়ক সালমান বাট এবং আরেক পেসার মোহাম্মদ আসিফ ক্রিকেটে নিষিদ্ধ হন। এজেন্ট মাজহার মজিদসহ তিনজনই যুক্তরাজ্যে জেলও খাটেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুরোধে আইসিসি খেলোয়াড় আচরণ বিধিতে কিছুটা পরিবর্তন আনে। যে কারণে নিষিদ্ধাদেশ শেষ হওয়ার কয়েকমাস আগেই ঘোরায়া ক্রিকেট খেলার অনুমতি পায় আমির। কিন্তু বাট এবং আসিফ এ সুযোগ পাননি। পাঁচ বছর পর প্রথমবারের মতো আগামী ২৬ অক্টোবর লাহোরের বিপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলতে নামবেন আমির।