বাহুবল(হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ-সিলেট জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন- “মাছে ভাতে বাঙালি। আমাদের প্রচুর জলাশয় রয়েছে। এসব মুক্ত জলাশয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মাছের উৎপাদন বাড়াতে কাজ করছে। এদিকে, আজ দেশ মৎস্য চাষে অনেক দূর এগিয়েছে। সরকারি ঋণ নিয়ে অনেক বেকার যুবক মৎস্য চাষ করে আজ স্বাবলম্বী হচ্ছে।
তিনি বলেন- নেত্রীর নির্দেশে তৃণমূলের উন্নয়নে কাজ করছি। তাতে করে সারা দেশের ন্যায় বাহুবল-নবীগঞ্জের বিদ্যুৎ সংযোগ, রাস্তাঘাট, মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্নক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এখানেই শেষ নয়। উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।”
শনিবার দুপুরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব আওতায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের খাগাউড়া গ্রামে আশ্রায়ন কেন্দ্রে পোনামাছ অবমুক্ত করাকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, মেম্বার কালা মিয়া, আওয়ামী লীগ নেতা সামিউল ইসলামসহ দলীয় নেতাকর্মী ছাড়াও শত শত গ্রামবাসী উপস্থিতি ছিলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছে এমপি কেয়া চৌধুরী আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে তিনি ৫০ হাজার টাকা বরাদ্দ পান। এ টাকায় খাগাউড়াতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ছাড়াও পর্যায়ক্রমে সমজিদসহ আরো কয়েকটি প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হবে।