মোঃ রহমত আলী ॥ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীয্যের মধ্য দিয়ে সারাদেমের ন্যায় হবিগঞ্জে পালিত হয়েছ পবিত্র আশুরা।
কারবালার শহীদগণের স্মরণে নফল আবাদত ও মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া প্রার্থনা করা হয়। তাছাড়া পুলিমের কড়া নিরাপত্বার মধ্যদিয়ে শনিবার বিকেলে শহরে একাধিক তাজিয়া মিছিল বেড় করা হয়।
কারবালার শোকাবহসহ অসংখ্য ঘটনার সাক্ষী এদিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ইসলামের ইতিহাসের অন্যতম হৃদয়বিদারক ও মর্মস্পর্শী ঘটনার দিন ১০ই মহরম।
উল্লেখ্য যে, প্রায় এক হাজার ৩৩৩ বছর আগে এই দিনে মহানবী হজরত মোহাম্মদ (স)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর পরিবার ও অনুসারীরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে যুদ্ধ করতে গিয়ে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।
শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে তাঁদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে পবিত্র আশুরা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।
প্রেরণা জোগায় সত্য ও সুন্দরের পথে চলার। তাই হিজরী সনের ১লা মহরম থেকে ১০ মহরম পর্যন্ত মুসলমানগণ নফল এবাদতসহ ও পার্থনায় মশগুল থাকেন।