মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের বিশিষ্ট মুরব্বী বাঘাসুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী মোঃ লুৎফুর রহমান ইন্তোকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন) ।
শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে নিজবাড়ীতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বিকালে মরহুমের জানাযা নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাযায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদার বেনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, বিএনপি নেতা সহিদ মেম্বার প্রমুখ।