নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ পৌর এলাকার আলাপুর গ্রামে পূজামন্ডপে আরতি জ্বালানোকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের জীবন সূত্রধর পূজামন্ডপে আরতি জ্বালাতে গেলে গোপাল, কৃপেশ, গোপেশ, জগৎবন্ধু সূত্রধর তাকে বাঁধা প্রদান করেন।
বিষয়টি মন্ডপের সভাপতি রামচরণ সূত্রধর মিমাংসা করে দেন। পরে জীবন সূত্রধরের বাড়িতে হামলা, ভাংচুর চালায় উল্লেখিতরা। সংঘর্ষ চলাকালে বাড়ির উঠানে থাকা পূজামন্ডপের আসবাবপত্র ভাংচুর করা হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহত অবস্থায় সুমন, জীবন, অর্জুন, অনুকূল, অর্জিত, রামচর, গণেশ ও লক্ষী সূত্রধরকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়।