হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শহরতলীর ধুলিয়াখালে মেসের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’ পক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের লোকজনের মধ্যে ইটপাকটেল নিক্ষেপ ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুলিয়াখাল এলাকার পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রলীগের আহবায়ক রাকিব আহমেদের রুহুল ছাত্রাবাসে বেশ কিছুদিন যাবত ভাড়া থাকে ওই ইনস্টিটিউটের ছাত্র সজল, এমরান, রনিসহ কয়েক জন যুবক। সম্প্রতি তারা রাকিবের ছাত্রাবাস ত্যাগ করে ধুলিয়াখাল এলাকার আবু মিয়ার পুত্র রহমানের একটি ছাত্রবাসে উঠে।
শুক্রবার সন্ধ্যায় রাকিব ওই ছাত্রদের কাছে পাওনা টাকা চাইতে গেলে রহমানের সাথে তার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ খবর তাদের এলাকায় ছড়িয়ে পড়লে রাকিবের পক্ষে খা গোষ্ঠি ও রহমানের পক্ষে শেখের গোষ্ঠির লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় পুরো এলাকায় যানচলাচল বন্ধ ও আতংক ছড়িয়ে পরে। সংঘর্ষ চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাকটেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এসময় দুর্বৃত্তরা নিউ শাপলা বনফুল ফুট গার্ডেন, কাউছার হোটেল এন্ড রেস্টুরেন্ট, অলি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ ও এডভোকেট জিনাত জাহান লুপার বাসায় ইটপাকটেল নিক্ষেপ ও ভাংচুর করা হয়।
খবর পেয়ে সদর থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
এ ব্যাপারে সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।