বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবলের কামাইছড়া পূজামন্ডপে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এক মহিলা আনসার সদস্যকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, উল্লেখিত সময়ে কামাইছড়া পূজামন্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত জনৈকা মহিলা আনসার সদস্যকে স্থানীয় একটি স্কুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় বহিরাগত দুই যুবক। এসময় ওই আনসার সদস্যের শোর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে যুবকদের আটক করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাহুবল থানার ওসি মোশাররফ হোসেন পিপিএম ও কামাইছড়া ফাঁড়ির ইনচার্জ এএসআই বাছির ঘটনাস্থলে যান।
এ ব্যাপারে ওসি মোশাররফ হোসেন জানান, ঘটনাটি ধর্ষণ কিংবা শ্লীলতাহানী নয়। ওই মহিলা আনসার সদস্য যুবকদের পূর্ব পরিচিত হওয়ায় তারা সেখানে গেলে স্থানীয় লোকজন সন্দেহভাজন হিসেবে তাদের আটক করেন।
রাতে মোবাইল ফোনে বাহুবল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঘটনাটি জেনেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি ঘটনাস্থলে আছেন। তারা বিষয়টি দেখভাল করছেন।’
কামাইছড়া মন্ডপের প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুল কাইয়ুম জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। কি ঘটেছে তা তিনি দেখেননি। তার ও ওই মহিলা আনসার সদস্যের ডিউটি ক্লোজ করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে, তাৎক্ষনিকভাবে আটক যুবকদের নাম পরিচয় জানা না গেলেও তারা সাটিয়াজুরি এলাকার ইট ভাটার শ্রমিক বলে জানা গেছে। এ রিপোর্ট লেখার সময় রাত সাড়ে ১২টা পর্যন্ত ঘটনাটি আপোষে নিষ্পত্তির চেষ্টা চলছিল।