বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ উপজেলার নিলপুর গ্রামে সালমা বেগম (২০) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আইয়ূব আলীর কন্যা। তার পরিবারের দাবি স্বামীর নির্যাতনের যন্ত্রনা সইতে না পেরে তার মৃত্যু হয়েছে।
সালমার পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার রিচি গ্রামের মহসিন মিয়ার সাথে সালমার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। গত ৫ অক্টোবর সালমা দুইটি জমজ কন্যা সন্তান জন্ম দেয়ার পর তাদের মাঝে কলজের সৃষ্টি হয়। এক পর্যায়ে সালমা তার কন্যা সন্তান নিয়ে পিত্রালয়ে চলে আসে।
বুধবার (২১অক্টোবর) বিকাল ৪টায় সালমা বিষাক্রান্ত অবস্থায় ছটপট করতে থাকে। এসময় তার স্বামী মহসিনও পাশে ছিল। সালমাকে বানিয়াচঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার সকালে বানিয়াচঙ্গ থেকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ডাক্তার জানান, পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে। এদিকে সালমার লাশ তরিগড়ি করে তার স্বামী নিয়ে যাবার চেষ্টা চালায় এবং সাংবাদিকদেরকে লাশের ছবি তোলতে বাঁধা দেয়া হয়। খবর পেয়ে সদর থানা এসআই পারুল আক্তার লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্ত শেষে বিকালে লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করে।
এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।