মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার মাধবপুরে পরিত্যক্ত অবস্থায় পাইপগানসহ বিপুল পরিমান পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২অক্টোবর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই শামস-ই তাবরিজ এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মেহেরগাও গ্রামের একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান, ৫৩টি ককটেল ও ৪৭টি তাজা পেট্রোল বোমা উদ্ধার করে। রাতে উদ্ধারকৃত বিস্ফোরক গুলো থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানান, উদ্ধারকৃত বিস্ফোরক গুলো কোন নাশকতার জন্য রাখা হয়েছিল কিনা পুলিশ খতিয়ে দেখছে।