আজিজুল হক নাসির : কেদারা কোটেই হতে পারে বাল্লা স্থল বন্দর আজ ১৯ অক্টোবর চুনারুঘাট উপজেলার বাল্লা সিমান্তবর্তী এলাকা কেদারা কোর্টে ‘‘চুনারুঘাট উপজেলাস্থ বাল্লা শুল্ক ষ্টেশনে স্থল বন্দর স্থাপনে সম্ভাবতা যাচাই করার জন্য সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় সভা’ শিরোনামে এক সভায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা প্রশাষক সাবিনা আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থল বন্দর পরিচালক (অডিট) এর যুগ্ন সচিব আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবির।
আরো উপস্থিত ছিলেন সিলেট ডিভিশন কাস্টম সহকারী কমিশনার শেখ মোঃ আবু জাকির, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী ধীরেন্দ্র নাথ সরকার হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রসাশক রোকুনুজ্জামান খাঁন, বাংলাদেশ স্থল বন্দর এস্টেট অফিসার মোঃ রেজাউল করিম, চুনারুঘাট উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা তন্ময় ইসলাম, জজ কোর্ট পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, স্থানীয় ইউ/পি চেয়ারম্যান মাওঃ তাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খাঁন, বাল্লা আমদানি রপ্তানি কল্যান সমিতির সভাপতি জালাল খাঁন, সেক্রেটারী আকরাম হোসেন, সদস্য গিয়াস উদ্দিন, আব্দুল হাই, চুনারুঘাট পৌর আওয়ামীলীগ সভাপতি আবু তাহের মহালদার, ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারী আব্দুল মালেক মাস্টার সহ সংশ্লিষ্ট আরো অনেকেই বাল্লা আমদানি রপ্তানি সমিতির সদস্যরা ও সংশ্লিষ্ট আরো অনেকেই বলেন, কেদারা কোর্ডের বন্দরটি স্থাপন হলে ইট-পাথর, রড-সিমেন্ট রপ্তনি ও পেয়াজ-রসুন, আদা-মরিচ, জিরা-চিনি সহ বিভিন্ন খাদ্য দ্রব্য আমদানি করতে খরচ অনেক কমে যাবে।
উপজেলা চেয়ারম্যান আবু তাহের বলেন, হবিগঞ্জ বাসীর প্রাণের দাবী বাল্লা স্থল বন্দরটি স্থাপিত হলে পাহাড় বেষ্টিত চুনারুঘাট উপজেলার দরিদ্র জনগোষ্টির মাথা তুলে দাঁড়াবার একটি সুযোগ সৃষ্টি হবে এবং ঢাকা-সিলেট মহাসড়ক থেকে চুনারুঘাট কাটাপড়ায় যে ক্ষতি হয়েছে তা পোষিয়ে যাবে। জেলা প্রশাষক সাবিনা আলম বলেন স্থল বন্দরটি স্থাপিত হলে হবিগঞ্জ জেলা তথা সমগ্র বাংলাদেশ লাভবান হওয়ার সম্ভবনা হয়েছে।
সংশ্লিষ্ট সকলের সহযোগীতা ও কর্তৃপক্ষের তৎপরতা থাকলে খুব দ্রুতই এর বাস্তবায়ন সম্ভব। প্রধান অতিথি তাঁর বক্তব্যকালে বলেন সবকিছুর বিচার বিবেচনায় কেদারা কোর্টে স্থল বন্দর স্থাপন করার যথার্ত রয়েছে। তিনি শিঘ্রই বন্দরটি স্থাপনের জন্য কর্তৃপক্ষের নিকট সুপারিশ করবেন। সভায় সকল ভক্তারাই কেদারা কোটেই বন্দরটি স্থাপনের জন্য উপযোগী বলে একমত পোষণ করেন।
তাছাড়া কেদারা কোটে ভারতীয়দের সম্মতি রয়েছে বলেও উল্লেখ করেন। প্রধান অতিথি স্থাপনাটির জন্য ৮/১০ একর জমির প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করলে, উপস্থিত আশ-পাশের জমির মালিক জালাল উদ্দিন, হুমাউন কবির, সফিকুর রহমান জামাল, আব্দুল হাসিম, কামাল মিয়া, ইসমাইল হোসেন, ক্বারী আব্দুল জলিল, ডাঃ আঃ সালাম, সুন্দর আলী মোল্লা, আইয়ুব আলী সকলেই সরকারী বিধি মোতাবেক যতটুকু জমির প্রয়োজন ততটুকু দিবেন বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঙ্গিকার করেন। সংশ্লিষ্ট সকল এবং এলাকাবাসীর অভিমত কেদারা কোটই বাল্লা স্থল বন্দরের জন্য উপযুক্ত স্থান।