চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা ॥ হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে ২ডাকাতকে ১টি পাইপগান, ১টি কার্তুজ, ২টি রামদাসহ আটক করেছে পুলিশ। জানা যায়, রবিবার রাত ১২টার দিকে উপজেলার হরিপুর গ্রামের ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস আই কবির হোসেন ভুইয়ার নেতৃত্বে একদল পুলিশ হরিপুর গ্রামে অভিযান চালিয়ে ২ডাকাতকে আটক করে।
আটককৃত ডাকাতরা হল-উপজেলার হরিপুর গ্রামের মৃত জহুর হোসেনের ছেলে আকল মিয়া (৪৫) ও বাহুবল উপজেলার মহেশস্বর বাজার গ্রামের চুনু মিয়ার ছেলে ইমরান মিয়া (৩২)। আটককৃতদের সোমবার দুপুরে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরী বলেন গ্রেফতারকৃত ডাকাত আকলের বিরুদ্ধে চুনারুঘাট থানায় ২টি ডাকাতির মামলা রয়েছে ও ইমরানের বিরুদ্ধে মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও বাহুবল থানায় ৪টি ডাকাতির মামলা রয়েছে।