নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: দ্রুত বিচার মামলার সাজাপ্রাপ্ত আসামী সেলিম মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে শহরের উমেদনগর এলাকার মরম আলীর পুত্র।
রবিবার সদর থানার এসআই কৃষ্ণ মোহন, ছানা উল্লা ও নাইমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে খোয়াই মুখের উত্তর দিক থেকে তাকে আটক করে।
পুলিশ জানায়, সেলিমের বিরুদ্ধে দ্রুত বিচার মামলায় ২ বৎসরের সাজা পরোয়ানা ইস্যু হয়। সে পুলিশের চোখ কে ফাঁকি দিয়ে প্রবাসে চলে যায়। সম্প্রতি সে দেশে এসে আত্মগোপন করে থাকে। কাল সোমবার (১৯ অক্টোবর) তাকে কারাগারে প্রেরণ করার কথা রয়েছে।