প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ চেম্বার অব কমাসের্র প্রেসিডেন্ট, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামের সাথে মতবিনিময় সভা করেছেন পৌর এলাকার ব্যবসায়ীবৃন্দ।
রবিবার সন্ধ্যায় মোতাচ্ছিরুল ইসলামের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী নিয়াজ উদ্দিন খান। মীর কাউছার আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আবুল কালাম রউফ, কালা মিয়া, আনফর মিয়া, আব্দুর রউফ, ছাত্তার মিয়া, আজিজ খান, মোঃ সোহেল আহমেম্দ, নজরুল ইসলাম, লিটন শীল, লিটন মিয়া, নূরুল আমিন, তোরাব আলী, মোঃ সাদ্দাম, আব্দুল আলী, মোঃ আব্দুাল মিয়া, সায়েদুল ইসলাম, জুবায়ের আহম্মেদ প্রমূখ।
সভায় মেয়র প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আমি চেম্বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যেভাবে ব্যবসায়ীদের সুখে দুঃখে সব সময় পাশে আছি মেয়র নির্বাচিত হলেও আপনাদের পাশে থাকব। তিনি বলেন, সকলের পরামর্শ অনুযায়ী কাজ করে যাব।