নিজস্ব প্রতিবেদক :: বার বার আশ্বাসের পরও বিদ্যুতের আলো দেখেনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কলাইনজুরা গ্রাম। সারাদেশ যখন বিদ্যুতের আলোয় আলোকিত তখনও এই গ্রামটি রয়েছে অন্ধকারে। ফলে ঐ এলাকার মানুষদেও যেন দুর্ভুগের শেষ নেই। এদিকে, গ্রামের থেকে স্কুল কলেজে পড়–য়া ছাত্র-ছাত্রীদের দুর্ভুগের কথা বলাইতো বাহুল্য।
স্থানীয় অনেকে আক্ষেপ করে বলেন, দেশের মানুষ অনেক আশা আকাঙ্খা নিয়ে আওয়ামী লীগকে বিপুল ভোটের মাধ্যমে জয়ী করেছে। কিন্তু মানুষ বিনিময়ে কি পেয়েছে।
তারা বলেন, মাননীয় প্রধান মন্ত্রী বলেছিলেন,বাংলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দেওয়া হবে। এদিকে, বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান নির্বাচনের আগে ও পরে অনেকবার বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত তার কোন অগ্রগতিই দেখছেন না ঐ এলাকার মানুষ।
তাই এলাকাবাসী এমপি মজিদ খানসহ মাননীয় প্রধান মন্ত্রীর কাছে জুর দাবি রেখেছেন ঐ এলাকায় অবিলম্বে বিদ্যুৎ পৌছে দেওয়ার জন্য।