নবীগঞ্জ প্রতিনিধিঃ
“সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন” এবং “জধরংব ধ যধহফ ভড়ৎ যুমরবহব” এ দুই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক ওয়াশ কমসূচির সহযোগীতায় গতকাল বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদের সামন থেকে বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনস্বাস্থ্য অফিসের সামনে গিয়ে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। শিক্ষক আলী আমজদ মিলনের সঞ্চালনায় শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন নবীগঞ্জ ব্র্যাক ওয়াশ কর্মসূচির প্রধান সিনিয়র ম্যানাজার মো: মেজবাহুল হক। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেক খাঁন, সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী ফজলুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান চৌধুরী, উপজেলা শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমীর প্রধান শিক্ষক কাঞ্চন বণিক, সাংবাদিক মতিউর রহমান মুন্না। এছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, বিভিন্ন সংগঠন, ও এনজিও প্রতিনিধিবৃন্দ এতে অংশ গ্রহন করেন।