মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জ জেলায় হালনাগাদে এখন ভোটারের সংখ্যা প্রায় পৌণ ১৪ লাখ দাড়িয়েছে। এর মধ্যে প্রায় অর্ধলক্ষাধিক নতুন ভোটারকে তালিকায় নিবন্ধন করা হয়। হালনাগাদে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটর সংখ্যা কিছুটা বেশি বৃদ্ধি হয়েছে।
হবিগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, ভোটার হালনাগাদকরণ ২০১৫ এর তথ্য সংগ্রহনুযায়ী ১৩ অক্টোবর পর্যন্ত জেলায় ৬৩ হাজার ৯শ ১৯জন নারী পুরুষ কে নতুন ভোটার তালিকায় নিবন্ধন করা হয়েছে। এর মধ্যে পুরুষ ৩২ হাজার ৫শ ৫০ জন এবং নারী ভোটার ৩১ হাজার ১শ ৬৯ জন।
সূত্র জানায়, জেলার ৮ উপজেলায় বিদ্যমান ভোটার সংখ্যা ছিল ১৩লাখ ৭ জাজার ২শ ৮৭ জন। চলতি বছরে হালনাহাদকরণ শেষে জেলায় ভোটারের সংখ্যা দাড়িয়েছে ১৩ লাখ ৭১ হাজার ২শ ৬ জন।
হালনাগাদে নতুন ভোটার নিবন্ধন করা হয় হবিগঞ্জ সদর উপজেলায় বিদ্যমান ভোটার সংখ্যা ছিল ২লাখ ৪ হাজার ৬শ ৮০ জন নতুন ভোটার নিবন্ধন করা হয় ৮ হাজার ৭শ ৭৯জন, লাখাই উপজেলায় বিদ্যমান ভোটার ১ লাখ ৪২ হাজার ৫জন নতুন নিবন্ধ হয় ৫ হাজার ১শ ১৪জন, মাধবপুর উপজেলয় বিদ্যমান ভোটার ১লাখ ৯৮ হাজার ১শ ৭ জন নতুন ভোটার নিবন্ধন হয় ১১ হাজার ৫শ ৩৩ জন, চুনারুঘাট উপজেলা বিদ্যমান ভোটার ছিল ১লাখ ৯১ হাজার ৩শ ১১ জন নতুন ভোটার নিবন্ধিত করা হয়েছে ১০ হাজার ৫শ ৬৩ জন, বাহুবল উপজেলা বিদ্যমান ভোটর সংখ্যা ছিল ১ লাখ ১৭ হাজার ১শ ৯৮ জন নতুন ভোটার নিবন্ধন হয় ৫ হাজার ৬শ ৭৫জন, নবীগঞ্জ উপজেলা বিদ্যমান ভোটার ছিল ২লাখ ১৬ হাজার ৯শ ১৭ জন নতুন ভোটার তালিকায় নিবন্ধিত হয় ১০ হাজার ৮শ ৯জন, বানিয়াচং উপজেলা বিদ্যমান ভোটার ছিল ২লাখ ১১ হাজার ৬শ ২৪জন নতুন ভোটার নিবন্ধন হয়েছে ৮হাজার ৭শ ৮৬ জন ও আজমিরীগঞ্জ উপজেলায় বিদ্যমান ভোটার সংখ্যা ছিল ৭৩ হাজার ২শ ৪৫ জন হালনাগাদে নতুন ভোটার নিবন্ধন করা হয়েছে ২ হাজার ৬শ ৬০ জন। সূত্র জানায়, মৃত ভোটার কর্তন করে চুড়ান্ত ভোটার নিবন্ধন তালিকা তৈরী করা হয়েছে।