জুয়েল চৌধুরীঃ হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রীজ এলাকায় বন্ধুর স্ত্রীকে নিয়ে আমোদ ফূর্তি করার সময় স্ত্রীসহ ২ জনকে আটক করেছে বেরসিক পুলিশ। আটকরা হল বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামের কিতাব আলীর কন্যা শিল্পী খাতুন (২৫) ও চৌধুরীবাজার কিবরিয়া ব্রীজ এলাকার রফিকুল ইসলামের পুত্র কর্লগার্লদের গডফাদার ফারুক মিয়া (৩৫)। গতকাল সোমবার রাত ৮টায় সদর থানার এসআই কৌশিক তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন। অভিযোগে জানা যায়, ৫ বছর পূর্বে পুকড়া গ্রামের আরজু মিয়ার পুত্র সাজন মিয়া (৩০) এর সাথে বিয়ে হয় শিল্পী খাতুন (২৫) এর। বিয়ের পর তাদের কোলজুড়ে বাশি খাতুন নামে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। অভাব অনটনের সংসারে জীবিকার তাগিদে শিল্পী ও সাজন কাজের উদ্দেশ্যে শহরে আসে এবং ফারুকের চায়ের স্টলে চা নাস্তা করার সময় সাজনের বন্ধুত্বের সর্ম্পক গড়ে উঠে। এক পর্যায়ে ফারুকের ঘরের পাশে তাদেরকে বাসা ভাড়া করে দেয়। এ সুবাদে লম্পট ফারুক শিল্পীর উপর কুনজর পড়ে। এক পর্যায়ে তাকে প্রেমের প্রস্তাব দেয়। প্রথমে সে মেনে নেয়নি। পরে ফারুকের প্রতি শিল্পী দুর্বল হয়ে পড়ে। শিল্পী বাধ্য হয় তার স্বামীকে তালাক দিতে। গত ১০ সেপ্টেম্বর শিল্পী এফিডেভিটের মাধ্যমে সাজনকে তালাক দেয় এবং শিশু কন্যা নিয়ে সে চলে আসে। দীর্ঘদিন শিশু কন্যাকে নিয়ে ঘুরতে ঘুরতে গতকাল সোমবার সন্ধ্যায় সাজন সদর থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে ঘরের ভেতর থেকে আমোদ ফুর্তি করার সময় তাদেরকে আটক করে। এ ঘটনা নিয়ে শহরে রসালো আলোচনার ঝড় বইছে।