আজিজুল হক নাসিরঃ চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার মীর মানিক কে হবিগন্জ জেলার সফল
মেম্বার ও সমাজ সেবক হিসাবে মানবাধিকার শান্তি
পদক প্রদান করেছেন “হিউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস” গত ১১ই অক্টোবর রাজধানীর শাহবাগ
পাবলিক লাইব্রেরীর ভি.অাই.
পি সেমিনার হলে বিশ্ব শিশু দিবস উপলক্ষে ‘শিশু শ্রম বন্ধে’
জন প্রতিনিধীদের ভুমিকা শীর্ষক অালোচনা সভায় পদক
টি প্রদান করা হয়। এ উপলক্ষ্যে অায়োজিত সভায় সভাপতিত্ব
করেন ইউনাইটেড হিউম্যান রাইটস এর লুৎফুল হাসান বাবু।
প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিচারপতি
শিকদার মকবুল হক।প্রধান অালোচক ছিলেন সংসদ সদস্য
এডভোকেট নুরুল ইসলাম
তালুকদার ।বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের
অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হক,পাট ও বস্ত্র
মন্ত্রনালয়ের উপসচিব তপন
কুমার নাথ প্রমুখ।
অালোচনা সভা শেষে দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মানবীয় কর্মীদের সম্মাননা হিসাবে
শান্তি পদক প্রদান করা হয়।
শান্তি পদক প্রাপ্ত মেম্বার
মীর মানিক কে এমর্মে অনুভুতি জানতে চাইলে তিনি
জানান,এমন পদক অবশ্যই সম্মানের তবে মানব সেবাই
অামার প্রধান লক্ষ্য।
এ পদকটির অামার একার
নয়,অামার সহযোগী এবং যারা অামাকে সমর্থন যুগিয়েছেন
তাদের সকলের।অামি অাজীবন
নিজেকে মানব সেবার মধ্যে
নিয়োজিত রাখতে চাই।পদক নয় জনগনের ভালবাসাই অামার
একান্ত কাম্য।অাওয়ামীলিগ সরকার উন্নয়নের সরকার অামি তাদের একনিষ্ট কর্মী হিসাবে
এলাকার উন্নয়ন ও অগ্রগতির দিকে অগ্রসর হতে চাই।এ জন্য এলাকাবাসীর সহযোগীতা অাশির্বাদ বিশেষ প্রয়োজন।