শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অনার্স কোর্স চালু ও এমপি আবু জাহির কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গণে কবির নজরুল মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরি শাহিন।
প্রভাষক মোকতাদির সোহেল এর উপস্থিপানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ সংসদীয় আসনের সদস্য ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মো: আবু জাহির।
বক্তব্য রাখেন-শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, জহুর চান বিবি মহিলা কলেজ অধ্যক্ষ বিশ্বজিত পাল, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক ও অনুষ্ঠানে আহ্বায়ক মোহাম্মদ ফখরুদ্দিন, পঞ্চাশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাছির উদ্দিন, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলের পরিচালনা কমিটির সদস্য এডভোকেট হুমায়ুন কবীর সৈকত, আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ফজল উদ্দিন তালুকদার, ছোরাব আলী, অসিত দাস, রাহেলা মিয়া সরদার, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো: আব্দুর রকিব, জহুর চান বিবি মহিলা কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুদকার, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুুরুল হক ও কলেজ ছাত্র সাইদুল ইসলাম সোহাগ।
এর আগে সংবর্ধনা পত্র পাঠ করেন প্রভাষক নুরুন্নাহার।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- সাপ্তাহিক জনতার দলিল সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, দৈনিক দেশ জমিন সম্পাদক আলমগীর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন প্রতিনিধি চৌধুরী ফরহাদ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সম্পাদক জালাল উদিন রুমী, যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাংবাদিক কামরুল হাসান, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, কামরুজ্জামান আল রিয়াদ, মিজানুর রহমান সুমন,আব্দুল হক রেনু, মহিবুর রহমান ও সাখাওয়াত হোসেন টিটু প্রমুখ।