বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবল বাজারে ইয়াবা বিক্রি করতে এসে পুলিশের জালে আটক হয়েছে সিরাজুল ইসলাম (২৫) নামে এক ইয়াবা ব্যবসায়ী।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল বাজারের বান্যা পট্টি থেকে তাকে গ্রেফতার করে বাহুবল থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, বাহুবল রশীদপুর চা বাগানের চামরী টিলার বাসিন্দা বিহারী ইয়াকুব আলীর পুত্র সিরাজুল ইসলাম। সে নিজে সিএনজি চালিয়ে বিভিন্ন জাগায় গিয়ে ইয়াবা বিক্রি করে আসছিল।
অথচ সাধারণ মানুষ বুঝতেই পারে না সে যে ইয়াবা ব্যবসায়ী। মাঝে মধ্যে যাত্রী তুলেও চলাচল করে থাকে। ইয়াবা সেবনকারীরাই জানে সে যে ইয়াবা ব্যবসায়ী।
বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টারদিকে নিজে একটি সিএনজি চালিয়ে বাহুবল বাজারের স্বর্ণপট্টিতে এসে ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিল।
এসময় বাহুবল বাজারের কয়েক ইয়াবা সেবনকারী তার কাছে আসার প্রাক্কালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই গৌরাঙ্গ কুমার বসুর নেতৃত্বে পুলিশ সিএনজিসহ তাকে আটক করে থানায় নিয়ে তল্লাশী করে ২৫পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।