নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ:হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম বলেছেন, অতীতে হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট ডাকাতি করে মেয়র নির্বাচিত করা হয়েছে।
আগামী নির্বাচনে পৌরসভার সকল নাগরিককে নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করা হবে। জনগণের আমানত মূল্যবান ভোট নিয়ে কাউকে ছিনিমিনি করতে দেওয়া হবে না।
তিনি বৃহস্পতিবার দুপুরে লন্ডন সফর শেষে শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে নির্বাচনী পথসভায় এ কথা বলেন।
তিনি আরও বলেন, পৌরবাসীর মূল্যবান ভোটে আমি মেয়র নির্বাচিত হলে পৌরসভার সম্মানিত নাগরিকদের যান-মালের নিরাপত্তা, মাদক, ইভটিজিং, সন্ত্রাসী কর্মকান্ড বন্ধসহ সকল প্রকার উন্নয়নমূলক কার্যক্রম করে যাব।
সেজন্য আমি পৌরবাসীর কাছে মূল্যবান ভোট, দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করছি।
এর আগে তিনি দলীয় নেতাকর্মী, ব্যবসায়ী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে ৫ শতাধিক মটরসাইকেলের বহর নিয়ে শহরে শোভাযাত্রা বের করেন।