বদরুল আলম চৌধুরী ।।
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রধান উৎসব দুর্গাপূজাকে
সামনে রেখে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে
বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ। এতে প্রধান অথিতি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, টিএচও রথীন্দ্র চন্দ্র দেব, ওসি তন্দন্ত গৌর মজুমদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল আচার্য, সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল, পৌর পুজা উদযাপন
পরিষদের সভাপতি বাবুল চন্দ্র দাশ, ইউপি চেয়ারম্যান ও পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর চন্দ্র দাশ, কালা চাঁন ঠাকুর পূজা মন্ডপের সভাপতি ডাঃ অমলেন্দু সূত্র ধর, রবীন্দ্র কুমার পাল, গৌতম কুমার দাশ প্রমুখ।