খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ॥
চুনারুঘাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারে সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্ত করনের লক্ষে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীরে সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড নিয়ে মুল বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ গিয়াস উদ্দিন। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক উদ্দিন চৌধরী, মহিদ আহম্মদ চৌধুরী, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, কোষাধক্ষ মোস্তাক আহমদ তরফদার মাসুম, ফারুক মাহমুদ, ফখরুদ্দিন আবদাল, কাজী মাহমুদুল হক সুজন, সাইফুল ইসলাম, খন্দকার আলাউদ্দিন ও এসআর রুবেল প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চুনারুঘাটের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে বলেন, চুনারুঘাটে অর্থনৈতিক অঞ্জল গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে এর কাজ শুরু হয়েছে। এখানে ৫০ হাজার থেকে ১ লক্ষ লোকের কর্মসংস্থান হবে। আসবে দেশী বিদেশী বিনিয়োগ।
এতে পুরো জেলার চেহারা পাল্টে যাবে। এছাড়া অচিরেই শুরু হচ্ছে বাল্লা স্থল বন্দরের কাজ। পাশাপাশি চুনারুঘাটে চা বাগান এবং বনাঞ্চল সরকারের রাজস্ব উন্নয়নে কাজ করছে।