এস এইচ টিটু :হবিগঞ্জ সদর উপজেলার পুরাসুন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বিকেলে সুরাবই ও পুরাসুন্দা গ্রামের বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধান অতিথি হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য, আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির ।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হালিম উদ্দিন।এবং শুভেচ্ছা বক্তব্য দেন-মোঃ সামছুল হক।
হাজী সিরাজুল ইসলাম ইনু মিয়ার সভাপতিত্বে ও মুখলিছুর রহমান মুখলিছ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেনারেল ম্যানেজার হবিগঞ্জ পল্লী বিদুৎ সমিতির মোঃ সোলেমান মিয়া,সভাপতি সদর উপজেলা আওয়ামীলীগ এড: আব্দুল আহাদ ফারুক,সাধারণ সম্পাদক সদর উপজেলা আওয়ামীলীগ আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজীউর রহমান এমরান, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফকরুল আহমেদ, সৈয়দ গাজীউর রহমান, আব্দুল কদ্দুছ তালুদার সেবন ,হাজী মুক্তার হোসেন,জলফু মিয়া,ইসাক আলী সেবন,জিলু মিয়া,জাকির হোসেন,গিয়াসউদ্দিন মুখলিস,কবির মিয়া,মোহন মিয়া প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে শত শত লোকের সমাগম ঘটে।