হামিদুর রহমান,মাধবপুর থেকে-:
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজার থেকে ২৫ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়া(২২) কে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়, সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার এএসআই শেখ শিবলু আহম্মেদের নেতৃত্বে এক দল পুলিশ উপজেলার নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল সহ উত্তর শাহপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়াকে আটক করে। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।