নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জে সহপাঠিদের সাথে গাছে উঠে খেলা করতে গিয়ে গাছ থেকে পড়ে গুরুত্বর আহত ৩য় শ্রেণীর ছাত্র শিশু সাগর মিয়া (১১) গত ৬ দিন ধরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সে পৌর এলাকার আনমনু গ্রামের শাহ আলমের ছেলে।
জানাযায়, পৌর এলাকার আনমনু গ্রামের দুবাই প্রবাসী শাহ আলমের ছেলে ৩য় শ্রেণীর ছাত্র শিশু সাগর মিয়া দীর্ঘ দিন ধরে তার মাতা করিমুন নেছার সাথে তার নানা বাড়ি পৌর এলাকার মায়ানগর গ্রামে বসবাস করে আসছিল। গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় পরিবারের সকলের অগোচরে তার সহপাঠিদের সাথে খেলা করতে গিয়ে বাড়ির পার্শ্বের একটি সিরিশ গাছের প্রায় ১৫ হাত উচুঁ থেকে হুছট খেয়ে একটি সিমানা প্রাচীরের দেয়ালে পড়ে যায়। এতে তার কয়েকটি দাত ভেঙ্গে যায় ও নাকের মধ্যে রক্তাক্ত জখম হয়। ভাগ্যক্রমে বেচেঁ যায় শিশুটি। পরে স্থানীয় লোকজন থাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। ৬ দিন অতিবাহিত হলেও শিশু সাগর এখনও শঙ্কা মুক্ত নয়। সে গন্ধা আলিয়া মাদ্রাসার ৩য় শ্রেনীর ছাত্র।