হামিদুর রহমান,মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৪র্থ শ্রেনীর ছাত্র শিশু জুলেল মিয়া ৩দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শিশু জুয়েল উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামপুর গ্রামের প্রবাসী ফরিদ মিয়ার ছেলে।
জুয়েল মিয়ার ভাই সুহেল মিয়া জানায়-রামপুর গ্রামের হায়দর আলীর ছেলে কুদ্দুছ মিয়ার সঙ্গে একই প্রবাসী ফরিদের পরিবারের সঙ্গে জমির সীমানা বিরোধ চলে আসছিল। এর জের ধরে ৩০ সেপ্টেম্বর বিকালে ফরিদ মিয়া ছেলে সুহেল স্থানীয় চেঙ্গার বাজার বাড়ী ফেরার পথে কুদ্দুছ মিয়ার লোকজন অর্তকিতে হামলা চালায়। এসময় তার মা ও ছোট ভাই আনন্দগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র জুয়েল মিয়া এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায়।
গুরুত্বর আহত অবস্থায় জুয়েলকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সংজ্ঞাহীন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে ৩ দিন অতিবাহিত হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফিরেনি।