নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজ ক্যাম্পাসের ভিতরে মোটর সাইকেল চালানোকে কেন্দ্র করে দু’ দল ছাত্রের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে এ ঘটনাটি ঘটে।
কলেজ ক্যাম্পাস সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জৈনক এক যুবক কলেজের ভিতরে মোটর সাইকেল চালালে ও হরণ বাজাতে থাকলে কলেজে উপস্থিত ছাত্ররা বাধা দেয়। এসময় ওই যুবক ছাত্রদের অকথ্য ভাষায় গালিগালাজ করলে ছাত্ররা তার উপর চাড়াও হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ছাত্ররা ওই ছাত্রের মোটর সাইকেল ভাংচুর করে।
খবর পেয়ে সদর থানার এসআই কৃষ্ণমোহন দেব নাথের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পরে। সাধারণ ছাত্র-ছাত্রীদের অভিযোগ কলেজ কর্তৃপক্ষের অবহেলার কারণেই প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে।