নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ পৌরসভার ঋষিপাড়ায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে দেড় শতাধিক ড্রামে ১৫শ’ লিটারেরও বেশি চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
শনিবার দুপুর সোয়া ১টায় এ অভিযান শুরু হয়ে দুপুর ২টা এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছে।
আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।