নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা আওয়ামীলীগ নেতা, সাবেক ইউপি সদস্য শকদিল হোসেনকে চোখের জলে শেষ বিদায় জানানো হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার সময় ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে পুরান মোকামে তাকে দাফন করা হয়। উক্ত জানাযায় প্রায় কয়েক শহ¯্রাধীক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
জানাযা পুর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ জেহাদী, ইনাতগঞ্জ আওয়ামীলীগ নেতা তহির উদ্দিন,জামাল আহমদ সুমন, মরহুমের ছোট ভাই লন্ডন প্রবাসী জামাল হোসেন ও জাহাঙ্গীর হোসেন।