মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুরে পিকআপ চাপায় বৃষ্টি আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটেছে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে।
ওসি মো. বুরহান উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক গাড়িটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে স্থানীয় জনতা অবস্থান করায় সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছিল।