নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মহিলা ওয়ার্ডে একটি চলন্ত অবস্থায় একটি বৈদ্যুতিক পাখা ছিটকে পড়ে আহত হয়েছেন দুই রোগীসহ তিনজন।
বুধবার (৩০সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার বারেশ্বরপুরের ময়না বিবি (৭০), বানিয়াচঙ্গ উপজেলার লুকড়া গ্রামের সীমা সূত্রধর (২২) ও তার ভাই নিউটন সূত্রধর (২৭)। আহতরা জানান, হাসপাতালের মহিলা মেডিসিন ও সার্জারি ওয়ার্ডে চলন্ত অবস্থায় একটি বৈদ্যুতিক পাখা ওপর থেকে নিচে ছিটকে পড়ে। এ সময় পাখার নিচে থাকা কেবিন সংলগ্ন মেঝেতে চিকিৎসাধীন দুই রোগীসহ তিনজন আহত হন। এতে চিকিৎসাধীন রোগীদের হাতের স্যালাইন খুলে যায় এবং রক্তক্ষরণ হতে থাকে। তাৎক্ষণিক হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করলে তারা বিষয়টিকে পাত্তা দেননি বলে অভিযোগ করেন আহতরা।
সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কর্তব্যরত চিকিৎসক আহতদের চিকিৎসা দিয়েছেন।