চুনারুঘাট (হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাট দুর্গাপুর বাজারে গাজী আকবর আলী রেজভী সুন্নি আল – ক্বাদরীর ভক্ত উস্তার ড্রাইভার ও ইছহাক মিকারের উদ্যোগে এক স্বরণ সভা স্বরণ সভা অনুষ্টিত হয় । বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার দুর্গাপুর সড়ক বাজারে গাজী আকবর আলী রেজভী সুন্নি আল – ক্বাদরীর স্বরণ সভায় বক্তা হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের মৌলভী আঃ মান্নান তার বক্তব্য বলেন হবিগঞ্জ জেলায় রেজভীয়া খানকা দরবার শরীফ নেই। মৌলভী আঃ মান্নানের এই বক্তব্যকে মিথ্যা বক্তব্য বলে উপস্থিত ভক্তবৃন্দরা মৌলভী আঃ মান্নানের সাথে চ্যালেঞ্জ করে বলেন হবিগঞ্জ জেলায় বিভিন্নস্থানে একাধিক রেজভীয়া খানকা দরবার শরীফ রয়েছে। আপনি কেন রেজভীয়া খানকা দরবার শরীফ নিয়ে মিথ্যাচার প্রচার করছেন এবং মৌলভী আঃ মান্নানের সাথে ভক্তবৃন্দরা চ্যালেঞ্জ করে বলেন আমরা কয়েকটি খানকা দরবার শরীফে আপনাকে দেখেছি। এই খানকা দরবার শরীফ গুলো গাজী আকবর আলী রেজভী সুন্নি আল – ক্বাদরী তিনি কয়েকটি খানকা দরবার শরীফ জীবদ্দশায় নিজে উদ্বোধন করেছেন। বক্তা আঃ মান্নান ও রেজভী ভক্তদের কথাকাটাকাটির মাঝে দুর্গাপুর এলাকার মেম্বার ফারুক আহমেদ, নোয়াগাঁও গ্রামের বিশিষ্ট মুরুব্বি ফিরুজ আহম্মদ দেওয়ান, দুর্গাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আঃ মতিন বক্তা ও ভক্তদের মধ্যে কথাকাটাকাটির বিষয়টি সালিশ প্রক্রিয়া করেন। অনুসন্ধানে জানা, হবিগঞ্জ জেলার সদর উপজেলার পাইকপাড়া নছরতপুরে মোঃ সফিক মিয়ার পরিচালনায় ফকিরাবাদ রেজভীয়া খানকা দরবার শরীফ রয়েছে, ঢাকা – সিলেট মহাসড়ক সংলগ্ন নোয়াপাড়া রেজভীয়া খানকা দরবার শরীফ, চুনারুঘাট উপজেলার জুইড়া বড়বাড়ির রেজভীয়া খানকা দরবার শরীফ, দুর্গাপুর বাজার সংলগ্ন গোপালপুর রেজভীয়া খানকা দরবার শরীফ, শায়েস্তাগঞ্জ রেলওয়ে রেজভীয়া জামে মসজিদ; সংলগ্ন রেজভীয়া খানকা দরবার শরীফ রয়েছে।