হামিদুর রহমান,মাধবপুর থেকে:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদে ২য় বারের মত নির্বাচিত হলেন মোছাব্বির হোসেন বেলাল। বুধবার সকাল ১১টা থেকে একটানা ৩ টা পর্যন্ত ৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের উপস্থিতিতে নির্বাচন কমিশনার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকিব উদ্দিন ও প্রিজাইডিং অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম ফলাফল ঘোষনা করেন। চেয়ারম্যান পদে মোছাব্বির হোসেন বেলাল আনারস প্রতীক নিয়ে ৩২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ হুমায়ূন কবির চেয়ার প্রতীকে ১০ ভোট পান। বিআরডিবির নির্বাচনকে ঘিরে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেনের নেতৃত্বে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নির্বাচন চলাকালীন সময়ে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত থাকতে দেখা গেছে। তবে নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে।