মোঃ রহমত আলী ॥ বানিয়াচঙ্গে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১ঘটিকায় বানিয়াচং সদর দক্ষিন পশ্চিম কমল্পেক্স মিলায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ সুরুজ আলী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন হবিগঞ্জ জেলা সভাপতি শেখ মোঃ ইউনুস মিয়া। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর মিয়া ও অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী (জিতু)।
বানিয়াচং ৪নং সদর দক্ষিন পশ্চিম ইউনিয়নের দফাদার মোঃ দুদু মিয়ার পরিচালনায় সভায় আগামী ১২ই অক্টোবর গ্রাম পুলিশকে জাতীয় বেতন স্কেলে অর্ন্তভুক্তি সহ ৪ দফা দাবি আদায়ের লক্ষে হবিগঞ্জ জেলা সদরে অনুষ্ঠিতব্য মানববন্ধন ও প্রধানমন্ত্রী সমীপে স্মারকলিপি প্রদানকালে সকল গ্রাম পুলিশকে উপস্থিত থাকার আহবান জানিয়ে বক্ততা করেন দাফাদার নিরঞ্জন দাস, মড়ল মালাকার, সজলু মিয়া, মনোরঞ্জন বৈদ্য, সাধন দাস, কুলসুমা খাতুন, আব্বাছ আলী, অনুপ মালাকার, রংধনু সরকার, বাবুল মালাকার, দিপু চন্দ্র শীল, সঞ্জয় দাস, এখলাছ মিয়া, বেনু মিয়া, সন্ধ্যা রাণী দাস প্রমূখ।
সভা শেষে দফাদার দুুদু মিয়াকে উপদেষ্ঠা করে দফাদার নিরঞ্জন দাসকে সভাপতি, আব্বাছ আলী কে সাধারণ সম্পাদক ও বাবুল মালাকার কে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন বানিয়াচং উপজেলা কমিটি ঘোষনা করা হয়েছে।