চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার রাতে চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম সামছু ও কাউন্সিলদের উদ্যোগে পৌরসভা প্রাঙ্গনে এ সংবর্ধনা সভা অনুষ্টিত হয়। পৌর মেয়র নাজিম উদ্দিন সামছুর সভাপতিত্বে ও চুনারুঘাট ক্যাবল টিভি নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালন নাসির উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সিনিয়র সহ – সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সহ – সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, ফারুক মাহমুদ, পৌর সচিব ইসমাঈল মিয়া, কাউন্সিলর আঃ জলিল, আঃ খালেক আলাই, আঃ হান্নান, কামাল উদ্দিন মিলন, হরমুজ আলী, রহম আলী, আঃ হক, তাজুল ইসলাম কাজল, ইউনুস আলী, মহিলা কাউন্সিলর মীর সুফিয়া আমিন বেবী, ফেরদৌস বকুল, মাশকুরা আক্তার, পদক্ষেপ গণ পাঠাগারের সভাপতি প্রভাষক মাজহারুল ইসলাম রুবেল, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন- আহ্বায়ক আমিনুল ইসলাম সুজন, ছাত্রদল নেতা শাহ নেওয়াজ, অস্টেলিয়া প্রবাসী মোস্তাফা কামাল লিটন, সৌদি প্রবাসী গোলাম মোস্তাফা কুটি, সেলিম খাঁন, আবিদুর রহমান আবিদ, ফয়সল চৌধুরী, আলহাজ্ব আঃ জলিল, কবির আহমেদ, রফিক আহমেদ প্রমুখ। সংবর্ধিত প্রবাসীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
উল্লেখ্য যে, সৌদি প্রবাসী গোলাম মোস্তাফা কুটি ২০ হাজার টাকার চেক প্রদান করেন চুনারুঘাট পৌর কর্তৃপক্ষকে ।