মোঃ রহমতআলী ॥ বানিয়াচঙ্গে কুরবানির বর্জ যত্রতত্র না ফেলে মাটিতে পুতে রেখে মাছের খাদ্য বা ফসলের সার তৈরী কাজে ব্যবহার করার জন্য এক আলোচনা সভায় আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচঙ্গ দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন উপরোক্ত আহ্বান জানিয়েছেন।
চেয়ারম্যান মমিন আরও বলেন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অসচেতনতা ও অসতর্কতার কারনে যত্রতত্র কুরবানীর বর্জ ফেলে জনস্বাস্থ্যের ক্ষতি থেকে রক্ষা করতে প্রাথমিকভাবে মাঠিতে পুতে রেখে মাছের খাদ্য বা সার উৎপাদনের লক্ষ্যে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউনিকেয়ার এর চেয়ারপার্সন কামরুল হাসান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক (বেন) এর নির্বাহী পরিচালক মুশতাক আহমদ সিএ, সাহাব উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, মাওলানা ছাদিকুর রহমান, আনছাার আলী প্রমুখ।