হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ছালেক মিয়ার জামিন আবারো না মঞ্জুর করেছেন আদালত।
বুধবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ দায়রা জজ মোঃ আতাবুল্লাহর আদালতে জামিনের আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করেন।
এবার নিয়ে ওই আদালতে ২ বার তার জামিন না মঞ্জুর করা হয়।
আসামী পক্ষে মামলা পরিচালনা করেন হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মেয়র প্রার্থী এডভোকেট নীলাদ্রি শেখর পুরকায়স্থ টিটুসহ অর্ধ শতাধিক আইনজীবি। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আকবর হোসেইন জিতু, এডভোকেট নুরুজ্জামানসহ অনেকেই।
উল্লেখ্য, ১০ গ্রামের সংঘর্ষে ব্যবসায়ী আইয়ূব আলী নিহত হয়। এ ঘটনায় ছালেক মিয়াসহ শতাধিক লোককে আসামী করে মামলা করলে র্যাব-৯ ছালেক মিয়াকে শায়েস্তাগঞ্জ থেকে আটক করে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।