দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : ঘরে-ঘরে, জনে-জনে আনন্দ ও খুশির বার্তা বয়ে এনেছে ঈদ–উল–আযহা। প্রতিবছরের মতো আবারও এসেছে ঈদ–উল–আযহা– মুসলমানদের সবচেয়ে বড় আনন্দ-উৎসব। দিনটি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ধনী-গরিব নির্বিশেষে সকলকে এক কাতারে শামিল করার চেতনায় উজ্জীবিত করে; কল্যাণের পথে ত্যাগ ও তিতিক্ষার মূলমন্ত্রে দীক্ষিত করে।
ঈদ–উল–আযহা উদযাপনের মধ্য দিয়ে বিশ্ব সকল প্রকার হিংসা, হানাহানিমুক্ত হোক। সন্ত্রাসের বিভীষিকা দূর হোক। ‘দৈনিক শায়েস্তাগঞ্জ’র পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা।
সাখাওয়াত হোসেন টিটু
সম্পাদক ও প্রকাশক
www.shaistaganj.com