নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জের কুর্শি মানব কল্যাণ সামাজিক সংগঠনের উদ্যোগে কুর্শি গ্রামের শতাধীক গরিব-অনাথ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার সকালে কুর্শি বালক প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঈদ সামগ্রী বিতরন করেন- জেলা জাতীয় পার্টির সভাপতি ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।
কুর্শি মানব কল্যাণ সংগঠনের সভাপতি মিজান আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সেলু আহমেদের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কামাল হাসান চৌধুরী, মোঃ মুজফর উল্লাহ, আফিজ উদ্দিন, জাপা নেতা ফয়জুল হক দিনু, শাহিন খান, মির্জা আশরাফুল, রেজুয়ান শিকদার, হারিছ মিয়া, মিলাদ মিয়া, আব্দুল বাছির, তোহেল আহমদ, হেলাল আহমেদ, শেফ মিয়া, সুনুজ আলী, আক্তার হোসেন, তারেক আহমেদ, জাহেদ মিয়া প্রমুখ।