বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে ‘ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৫-১৬র আওতায় ও জেলা ক্রীড়া অফিস’র ব্যবস্থাপনায় মাসব্যাপী সাঁতার প্রতিক্ষণের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা মনোরঞ্জন দে, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক নাজমুল ইসলাম, জাগরণ উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোঃ হাসানুজ্জামান, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আবদুল কুদ্দুছ।