নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে ৮ম শ্রেণীর ছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে ভিকটিম ছাত্রী।
মঙ্গলবার দুপুরে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক খন্দকারের আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়।
পরে ওই ছাত্রীকে তার অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে এবং মামলার ধার্য্য তারিখ ২৯ সেপ্টেম্বর ঠিক করা হয়েছে।
উল্লেখ্য গত ২৬ আগষ্ট বিকাল ৪টার দিকে শহরের উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ওই ছাত্রী স্কুল থেকে বাসায় ফেরার পথে স্কুলের সামনেই বখাটে রহুল তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। বখাটে যুবক রাহুল ওই মেয়েটিকে সহপাঠীদের কাছ থেকে আলাদা করে উপর্যপুরি চড় থাপ্পর মারতে থাকে। একটু দুরে দাড়িয়ে সে দৃশ্য ভিডিও রেকর্ড করে রাহুলের কয়েক বন্ধু।
গত ১ সেপ্টেম্বর সর্ব প্রথম ফেসবুকে দৃশ্যটি আপলোড করা হয়। এ ঘটনায় পুলিশ রাহুলকে রিচি গ্রাম থেকে আটক করে কারাগারের মাধ্যমে টঙ্গি কিশোর সংশোধনাগারে প্রেরণ করে। ওই ছাত্রী রাজনগর এতিম খানা সড়কের ঠিকাদার শাহজাহানের কন্যা।