বদরুল আলম চৌধুরী ।। নবীগঞ্জ উপজেলা স্থানিয় বাংলাবাজারে বেশকিছুদিন যাবৎ ব্যাঙ এর ছাতার মত গজিয়ে উঠছে মিনি চিকিৎসাকেন্দ্র। প্রশাসনের চোখে বৃদ্ধাংগুল দেখিয়ে চালিয়ে যাচ্ছে তাদের অবৈধ চিকিৎসা সেবা।রামবাবু চিকিৎসাকেন্দ্রের অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গত ১৮ইং তারিখে শুক্রবার বিকাল সঠিক সময়ে ডাক্তার না পেয়ে আয়া-নার্স নিয়ে মৃত এক ছেলে সন্তান প্রসব করেছেন প্রসূতি।
উপজেলার বাউসা ইউপির সৌদি প্রবাসি সুহিন মিয়া ও মারুফা বেগম দম্পতির প্রথম সন্তান ছিল ওই নবজাতক! জীবনের প্রথম সন্তান হারিয়ে মানসিকভাবে ভেংগে পড়েছেন। সন্তানহারা বেদনা আর চোখেরজল নিয়েই রাত ৯ ঘটিকায় প্রসব হওয়ায় মৃত সন্তান ও অসুস্থ স্ত্রী মারুফা বেগম কে নিয়ে বাড়ি চলে যান পরিবারের লোকজন।এ প্রতিবেদক কে অভিভাবক জানায় রামবাবু চিকিৎসা কেন্দ্রে ডাক্তার না পেয়ে কথিত নার্স ঝরণা রাণি বর্ধন ও তার সহযোগী আয়া রোকেয়া বেগম এসে রোগীর পরীক্ষা-নিরিক্ষা শুরু করেন।
তাদের এই পরীক্ষা-নিরিক্ষা চলে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।অবশেষে রাত ৮ টায় সন্তান প্রসব করলে নবজাতকের মা ও কথিত নার্স ও নবজাতকের কান্না শুনতে পান।তবে মারুফা বেগমের দাবি,তার অই নবজাতক তাদের অপচিকিৎসায় মারা গেছে।এ প্রতিবেদক ডাক্তার হাসান-উজ-জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এম.আর ডেলিভারি ও রামবাবু চিকিৎসাকেন্দ্রের সাথে আমার কোন যোগসূত্র নেই,তবে আমি এখানে আসি আন্তরিকতার মাধ্যমে। আমার কাজ সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত ও ২ টা হতে ৪ টা পর্যন্ত আমার চেম্বারে এসে রোগী দেখা ব্যতীত তাদের সাথে আমার কোন সম্পর্ক নেই।আমি ভিজিট এর মাধ্যমে রোগী দেখি,তবে ডেলিভারি ও এম.আর এর সাথে হাত নেই।
এ প্রতিবেদক কথিত নার্স
ঝরণা রাণির সাথে যোগাযোগ করা হলে তিনি
বলেন,আমরা বৈধ,আমরা বৈধ ভাবে চিকিৎসা
করি,আমাদের সব কাগজপত্র সঠিক রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়,চিকিৎসা নামের কসাইখানার মধ্যে মানুষ
প্রতিদিন অপচিকিৎসার শিকার হচ্ছে।প্রশাসনের
লোকজন ভুয়া চিকিৎসা কেন্দ্রটি কয়েকবার পরিদর্শন করে বন্ধ করে দেবার জন্য নির্দেশ দিলে ও তারা সবার চোখে আংগুল দিয়ে অপচিকিৎসা চালিয়ে যাচ্ছে। সিভিল সার্জন এর অনুমতি ছাড়াই এখানে চলছে প্রতিদিন চলছে গর্ভবতী মহিলাদের ডেলিভারি। রামবাবু চিকিৎসা কেন্দ্রে এর নার্স ঝরনা রাণি বর্ধন এর হাতে এক শিশুর মৃত্যু হলে বাধে বিপত্তি এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে এই অনুমোদন হীন চিকিৎসা কেন্দ্রটি বন্ধ করে দেন।এসময় স্থানীয় জনতা ব্যবসায়ি ও সাংবাদিক দের কাছে রামবাবু চিকিৎসাকেন্দ্রের পরিচালক রামবাবু ও তার স্ত্রী ঝরনা রাণি বর্ধন জনতার কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের ভুলের জন্য।
এখানে আসার পরে
নার্স ঝর্না কোন ধরনের মেডিসিন ছাড়া গ্রামের
সাধারণ দাইদের মতো ডেলিভারী করেন। তার এই অপ চিকিৎসার ফলে নবজাতক শিশুটি ঘটনাস্থলেই প্রান হারায়। সাংবাদিকদের কাছে নার্স ঝর্না ও শিশু সন্তানের মা মারুফা বলেন সন্তান প্রসবের তারা কান্না শোনেছেন। এর পর ঝর্না বলেন বাচ্চাকে চিকিৎসা করার জন্য নবীগঞ্জে পাঠান তখন সে শিশু মারা গেছে। কিন্তু শিশুর পরিবারের অভিযোগ রামবাবু চিকিৎসা কেন্দ্রের নার্সদের অপচিকিৎসার জন্য তাদের নবজাতকের মৃত্যূ হয়েছে। এনিয়ে হট্রগোলের সৃষ্টি হলে শত শত মানুষ এসে জমায়েত হন ঐ চিকিৎসা কেন্দ্রটিতে। । ঘটনাটি ঘঠেছে গত শক্রুবার রাত ৯ ঘটিকার সময় ।
পরিবারের অভিযোগ শক্রুবার রাত ৮ টার মারুফার প্রসব বেদনা শুরু হলে তাকে উপজেলার
বাংলাবাজারে রামবাবু চিকিৎসা কেন্দ্রে নেয়া হয় ।
সেখানে প্রাথমিকভাবে রোগীর ডেলিভারী সম্পুন্ন
হলে রাত ৯ ঘটিকার সময় নবজাতকের মৃত্যু হয় । এঘটনা নিয়ে এলাকায় তোলপাড় চলছে। শুরু হলে এলাকার বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক,সামাজিক ও সাংবাদিকমহল ছুটে আসেন চিকিৎসা কেন্দ্রে নেই কোন ডাক্তার ,কর্তব্যরত নার্সের সাথে কথা বলে তিনি
কোন সু উওর দিতে পারেন নি ।
রামবাবু চিকিৎসা
কেন্দ্র এর কোন ড্রাগ লাইসেন্স,নেই সিভিল সার্জন কর্তক কোন অনুমোদন নেই। ডাঃ হাছানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন ডেলিভারি ও এম.আরের সাথে কোন হাত নেই ।খবর পেয়ে স্থানীয়জনতাদের মধ্যে ছুটে আসেন,।
এলাকাবাসী জানান এখানে আরো অনেক শিশুর এরকম মৃত্যূ হয়েছে। একটি শিশু মৃত্যূর ঘটনায় রামবাবু চিকিৎসাকেন্দ্রের উপর মামলা হয়। রমজানে একটির শিশুর মৃত্যূ হয় এসব ঘটনা
আপোষরফার মাধ্যমে শেষ করা হয়।
এছাড়া এখানে প্রতিনিয়ত অবৈধ এমআর করা বলে অনেকে অভিযোগ করেছেন। এসব অপ চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সচেতন মহল দাবি জানিয়েছেন