সানিউর রহমান তালুকদার, দিনারপুর(নবীগঞ্জ) থেকেঃ ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নবীগঞ্জ উপজেলার সব চেয়ে বড় গরুর বাজার দিনারপুর জনতার বাজারে কোরবানির পশু বেচাকেনা জমে উঠেছে । গত শনিবার সকাল থেকে রাত ৮টা পযর্ন্ত গরু ছাগল বেচাকেনা চলে। বিকাল ৩ ঘটিকায় এ প্রতিনিধি কোরবানীর পশুর হাটে গিয়ে দেখেন ক্রেতা সাধারনের প্রচন্ড ভীড় । বিক্রেতারা জানান অন্যন্যা বারের চেয়ে এবার পশুর চাহিদা বেশি থাকলো,বাজারে পশু ক্রয় হচ্ছে কম। এ প্রতিবেদক একজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানান তাদের চাহিদার মতো পশু তোলা হলেও,প্রয়োজনের তুলনায় ক্রেতার চাহিদার খুবই কম ।
ক্রোতাদের সাথে কথা বলে জানা যায়,এবার গরুর কম হওয়া,টাকার পরিমাণটা বেশি দিতে হচ্ছে । তবে
ক্রেতাগণ আশা করে যে,তারা ঈদের আগেই পশু গুলো ন্যায্য মুল্যে ক্রয় করতে পারবেন । বিক্রেতাদের
প্রত্যাশা তাদের চাহিদা অনূযায়ী বিক্রি হচ্ছে না ,তবে তারা মনে করেন ঈদের ২/৩ দিন আগে গরু কেনা
বেচা জমে উঠবে। তার ভাল দামে বিক্রি করতে পারবেন । এবার ঈদে পশুর জমে উটেছে,উপজেলার বিভিন্ন
স্থানে ,তাদের মধ্যে উল্লেখযোগ্য স্থানহল,নবীগঞ্জ,ইমামবাড়ি, জনতার বাজার প্রভৃতি স্থানে বাজার জমে উঠেছে। সরকার মহাসড়কের পাশে বাজার নিষিদ্ধ করার ফলে এবার গরুর বাজার অনেকটা কমে গেছে।